/
আল আকসায় সংঘর্ষে আহত ফিলিস্তিনির মৃত্যু
জব স্টাডি নিউজ ডেস্ক
প্রকাশিতঃ ১১:০৮ পূর্বাহ্ণ | জুলাই ২৯, ২০১৭

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা শহরে একটি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেছে, ২৫ বছর বয়সী ওই যুবকের নাম মুহাম্মদ কানন। তিনদিন আগে জেরুজালেমের কাছে হিজমা এলাকায় হাজার হাজার ফিলিস্তিনির সঙ্গে বিক্ষোভের সময় মাথায় গুলিবিদ্ধ হন তিনি। খবর আলজাজিরার।
১৪ জুলাই জেরুজালেমের প্রাচীন শহরে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরাইলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পর ইসরাইলি বাহিনীর গুলিতে সন্দেহভাজন তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হন।
সেই হামলার পর মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা বসায় ইসরাইল। সেখানে মেটাল ডিটেক্টরসহ বেশকিছু নিরাপত্তাসামগ্রী স্থাপন করা হয়। এর প্রতিবাদে টানা বিক্ষোভ করে আসছিল ফিলিস্তিনিরা।
বিক্ষোভের সময় সংঘর্ষে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়। তাদের প্রতিবাদের মুখে বৃহস্পতিবার সেখান থেকে বাড়তি নিরাপত্তা সরঞ্জাম সরিয়ে ফেলে ইসরাইল। পুনর্বার মুক্ত হয় আল আকসা।
BCS সহ সকল চাকুরি প্রস্ততির জন্য আমাদের Job Study official গ্রুপে জয়েন করুন