/
প্রাথমিকে শিক্ষকদের জন্য আরো নতুন পদ
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিতঃ ১০:০২ পূর্বাহ্ণ | জুলাই ২১, ২০১৮
প্রাথমিক বিদ্যালয়ে আরো পদ সৃষ্টি করবে সরকার। প্রধান শিক্ষকের পাশাপাশি সহকারী প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, চারু ও কারু কলা শিক্ষক ও অফিস সহকারী পদে নিয়োগ দেওয়া হবে। এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, বিদ্যালয়ের সংখ্যা না বাড়িয়ে বিদ্যমান বিদ্যালয়গুলোতে কমপক্ষে ১০ জন করে শিক্ষক নিয়োগ দেওয়া গেলে দেশের কোনো শিক্ষার্থী আর কিন্ডার গার্টেনে পড়তে যাবে না।
শুক্রবার দুপুরে (২০ জুলাই) পার্বতীপুর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনাসভা শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।
উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মত্স্য কর্মকর্তা তারাপদ চৌহান।
BCS সহ সকল চাকুরি প্রস্ততির জন্য আমাদের Job Study official গ্রুপে জয়েন করুন