/

MATH TUTOR Live Class Revision Test-01

স্পেশাল করেসপন্ডেন্ট

প্রকাশিতঃ ৬:৫৮ অপরাহ্ণ | জুলাই ২৬, ২০২০

MATH TUTOR এর সৌজন্যে আমরা নিয়মিত পরীক্ষার আয়োজন করেছি। আপনাদের প্রস্তুতিকে শাণিত করতে নিয়মিত পরীক্ষা দিন।

163

শীঘ্রই আসছে গণিতের বেসিক স্ট্রং করার শক্তিশালী বই MATH TUTOR! গণিত শেখার বিশ্বাসকেই বদলে দিবে ইনশাল্লাহ।


MATH TUTOR Live Class Revision Test-01

1 / 20

২০৭৪০ সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজাতে গিয়ে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা-

2 / 20

০.১ এর বর্গমূল কত?

3 / 20

নিচের কোনটি অমূলদ সংখ্যা?

4 / 20

২২ এবং ৭২ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে?

5 / 20

১০১ এবং ১৯৯ এর মধ্যে কতটি সংখ্যা ৫ অথবা ৭ দ্বারা নি:শেষে বিভাজ্য?

6 / 20

নিচের কোন সংখ্যাটি ৩ এবং ৭ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য?

7 / 20

কোন সংখ্যার দ্বিগুণের সাথে ৩ যোগ করলে যোগফল
সংখ্যাটির অপেক্ষা ৭ বেশি হয়। সংখ্যাটি কত?

8 / 20

কোন সংখ্যার ১/৩ সাথে ৬ যোগ করলে যোগফল ২৮ হয়।
সংখ্যাটি কত?

9 / 20

দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৭। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তা প্রদত্ত সংখ্যা
থেকে ৯ বেশি। সংখ্যাটি কত?

10 / 20

২, ৩ এবং ৪ দ্বারা ৩ অঙ্কের কতটি বিজোড় সংখ্যা গঠন করা যায়?

11 / 20

প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?

12 / 20

প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৪২ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৪৯। দ্বিতীয় সংখ্যাটি কত?

13 / 20

দুইটি সংখ্যার অন্তর ৭ এবং তাদের গুণফল ৬০। সংখ্যাদ্বয়ের একটি-

14 / 20

দুটি সংখ্যার যোগফল ২১, বিয়োগফল ৭। বড় সংখ্যার অর্ধেক কত?

15 / 20

তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?

16 / 20

দুটি ক্রমিক ধণাত্মক বিজোড় সংখ্যার গুণফল ২৫৫ হলে সংখ্যাদ্বয় কত?

17 / 20

একটি সংখ্যা ৭৪২ হতে যত বড় ৮৩০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

18 / 20

দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৫১ হলে সংখ্যা দুইটি কত?

19 / 20

পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

20 / 20

১ থেকে ১০০ পর্যন্ত গুণতে, ৮ সংখ্যাটি কতবার আসে?

Your score is

The average score is 61%

0%